News Details

নির্বাচনে ১৩/০৭/২০২১ইং তারিখে দাখিলকৃত মনোনয়নপত্র

নির্বাচনে ১৩/০৭/২০২১ইং তারিখে দাখিলকৃত মনোনয়নপত্র

নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের ২০২১-২০২২ইং কার্যকালের কার্যকরী পরিষদ নির্বাচনে ১৩/০৭/২০২১ইং তারিখে দাখিলকৃত মনোনয়নপত্র ১৫/০৭/২০২১ইং তারখে বাছাই শেষে সঠিক বলিয়া বিবেচিত হওয়ায় গ্রহণ করা হয়। দাখিলকৃত প্রতিটি পদের জন্য একাধিক প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় এবং দাখিলকৃত সকল মনোনয়নপত্র বৈধ হওয়ায় অত্র বারের সংবিধানের ২৬ (এফ) ধারা মোতাবেক সকল প্রার্থীকে চুড়ান্ত নির্বাচিত বলিয়া ঘোষনা করা হইল। 

নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের ২০২১-২০২২ইং কার্যকালের কার্যকরী পরিষদ নির্বাচনে ১৩/০৭/২০২১ইং তারিখে দাখিলকৃত মনোনয়নপত্র ১৫/০৭/২০২১ইং তারখে বাছাই শেষে সঠিক বলিয়া বিবেচিত হওয়ায় গ্রহণ করা হয়। দাখিলকৃত প্রতিটি পদের জন্য একাধিক প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় এবং দাখিলকৃত সকল মনোনয়নপত্র বৈধ হওয়ায় অত্র বারের সংবিধানের ২৬ (এফ) ধারা মোতাবেক সকল প্রার্থীকে চুড়ান্ত নির্বাচিত বলিয়া ঘোষনা করা হইল। 


২০২১-২০২২ইং কার্যকালের জন্য নির্বাচিত চূড়ান্ত বৈধ প্রাথীদের
 নাম ও পদবী সহ কার্যকরী পরিষদের তালিকা নি¤েœ প্রদত্ত  হইলঃ

       পদের নাম     প্রার্থীর নাম
১। প্রেসিডেন্ট                                       রতন কান্তি ধর, এ্যাডভোকেট।
২। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ আবদুর রব বাবুল, এ্যাডভোকেট।
৩। ভাইাস প্রেসিডেন্ট মালিক সোহেল সারওয়ার, আই.টি.পি।
৪। জেনারেল সেক্রেটারী         মোঃ আলী জিন্নাহ খাঁন, আই.টি.পি।
৫। এ্যাসিঃ জেনারেল সেক্রেটারী         মোহাম্মদ আলী, এ্যাডভোকেট।
৬। ট্রেজারার                 মোঃ আবু সুফিয়ান, এ্যাডভোকেট।
৭। লাইব্রেরী সেক্রেটারী               মোঃ আনিছুর রহমান লিংকন, এ্যাডভোকেট।
৮। সোশ্যাল ওয়েল ফেয়ার        আলহাজ্ব মোহাম্মদ মোর্শারফ হোসেন মিটু, এ্যাডভোকেট।
   এন্ড  কালচারাল সেক্রেটারী
৯। লিগ্যাল এইড সেক্রেটারী                  মোঃ নুরুল হুদা, এ্যাডভোকেট

কার্যকরী সদস্য
                    ১। আলহাজ্ব ড. মুহম্মদ ওসমান গণী,  আই.টি.পি
২। হাজী মোঃ রুহুল আমীন, এ্যাডভোকেট
৩। অজয় কিশোর মোদক, আই.টি.পি
৪। আলহাজ্ব মোঃ আব্দুল জলিল দেওয়ান, এ্যাডভোকেট
৫। ননী গোপাল দাস, আই.টি.পি
৬। আলাউদ্দিন আহম্মেদ, এ্যাডভোকেট
৭। মোঃ কবির হোসেন, আই.টি.পি
৮। মোঃ জিল্লুর রহমান, আই.টি.পি